গাজীপুরে বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে রোয়া ফ্যাশন কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। বিক্ষোভকালে তারা আশপাশের বিভিন্ন কারখানায় ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৯টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল বাসন থানার ভোগড়া বাইপাস (উড়াল সড়ক) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান ও স্থানীয়রা জানান, গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকার রোয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা জুলাই মাসের পাওনা বেতনভাতা পাওনা রয়েছে। সোমবার মালিকপক্ষ বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি এবং আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে নোটিস টানিয়ে দেয়। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। গতকাল সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে তাদের পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় আশপাশের বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের বের করে আন্দোলনে যোগ দেওয়ার জন্য ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে। এতে আতংক ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় অন্তত ২৯টি কারখানা তাৎক্ষণিক ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
ওইসব কারখানার বেশ কিছু শ্রমিক আন্দোলনরতদের সঙ্গে অংশ নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ৯টার দিকে তারা পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে প্রায় পৌনে এক ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে পুনরায় কারখানার সামনে অবস্থান করে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে আগামী ১৪ আগস্ট কলকারখানা অধিদপ্তরে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টির নিষ্পত্তির আশ্বাস দিলে দুপুরে শ্রমিকরা কারখানা এলাকা ত্যাগ করে।
রোয়া ফ্যাশন লিমিটেডের মালিক এনায়েত করিম বলেন, শ্রমিকরা এক মাসের বেতন পাবেন। আমি টাকা পরিশোধ করে দেব। টাকা পরিশোধ করার জন্য জমি বিক্রি করছি। জমি বিক্রির টাকা পেয়ে বকেয়া পরিশোধ করে দেব। আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে।