রাজধানীর বনানী সেতু ভবনের সামনে একটি দ্রুতগামী প্রাইভেটকার ফ্লাইওভারের ভিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে প্রাইভেট কারে থাকা দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- শওকত হোসেন কানন (৪৫) ও মোহাম্মদ রিন্টু (৪৬)। প্রাইভেটকারে থাকা আরেকজন আহত হয়েছেন। তার নাম হাসনাত। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটির আগুন নেভাতে সক্ষম হলেও এর আগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। গতকাল এসব তথ্য জানান বনানী থানার এসআই মো. সিদ্দিক হোসেন।
তিনি বলেন, ঢাকামুখী সাদা রঙের প্রাইভেট কারটি ফ্লাইওভারের ভিভাইডারের সঙ্গে ধাক্কা লাগার পরই আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতেই কানন মারা যান। আর কুর্মিটোলা হাসপাতালে মারা যান ব্যবসায়ী রিন্টু।
পরে তার লাশ ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আহত চামড়া ব্যবসায়ী হাসনাত ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কানন ও হাসনাত সম্পর্কে চাচাতো ভাই। পুরান ঢাকার হাজারীবাগের বাসিন্দা সাহিদুর রহমানের ছেলে ট্যানারি ব্যবসায়ী রিন্টু। আর কানন হাজারীবাগের মনেশ্বর রোডের বাসিন্দা। কানন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।