দিনাজপুরের বীরগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে এক দম্পতির মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই গ্রামের মানিক চন্দ্র রায় (৪০) ও তার স্ত্রী সুবাসি রানী রায় (৩৫)।
পুলিশ জানায়, রাত ২টার দিকে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুবাসি রায়কে মৃত ঘোষণা করেন ও স্বামী মানিক রায়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান। সেখানে নেওয়া হলে রাত ৩টার দিকে চিকিৎসক মানিক রায়কেও মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর জানান, ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। এই দম্পতি ১৭ বছর ধরে নিঃসন্তান বলে জানা গেছে।