রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে এক মণ ওজনের একটি শুশুক (ডলফিন)। বিপন্ন জলজ প্রাণীটি মঙ্গলবার বিকালে ফেরিঘাটের অদূরে ধরা পড়ে। পরে সন্ধ্যায় দৌলতদিয়া ঘাটে মাত্র ৭০০ টাকায় সেটি বিক্রি করা হয়। স্থানীয় জেলে বৈরাগী হালদার বলেন, মাছ শিকারে নদীতে জাল ফেলার পর তুলেই দেখি একটি বড় শুশুক ধরা পড়েছে। শুশুকটির ওজন প্রায় ৪০ কেজি। শুশুক খাদ্য হিসেবে মানুষজন নেয় না। পরে আড়তে নিয়ে গেলে গোয়ালন্দ বাজার এলাকার মারোয়াড়ি মৎস্য শিকারি বাচা ও ঘাইরা মাছ শিকারের জন্য ৭০০ টাকা দিয়ে শুশুকটি কিনে নেন। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে শুশুক শিকার করা, পরিবহন এবং বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। শুশুক যাতে কেউ শিকার না করেন, এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাব।