খুলনা মহানগরীর বয়রা পূজা খোলা মোড়ে অতিরিক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে তারা বয়রা ইসলামীয়া মোড়ের একটি দোকানে বসে একসঙ্গে মদপান করেছিলেন। সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের উপপরিদর্শক আবদুল হাই এ তথ্য নিশ্চিত করেন। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতরা হলেন- বয়রা সেরের মোড়ের বাসিন্দা আবদুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার আবদুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। এ ছাড়া খালিশপুর দাসপাড়ার সনু গুরুতর অসুস্থ হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, দুপুরে বয়রায় তোতা মিয়ার হোটেলে ওই ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে আনা হয়। ওখানে কয়েকজন মারাও যান। পরিবারের সদস্যরা তাদের লাশ বাড়িতে নিয়ে যান।