শরীয়তপুরের জাজিরায় রমজান মোল্লা (৩৮) নামে এক অটোরিকশা চালকের চোখ উপড়ে ফেলা ও হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের রুপবাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মাদক কারবারি সুমন শিকদারের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর জাজিরায় মাদক ব্যাবসায়ী দ্বারা চোঁখ এবং হাত-পায়ের রগ কেটে ফেলার ঘটনা ঘটেছে। দুপুরের দিকে স্থানীয় লোকজন রমজান মোল্লা (৩৮ ) পিতা: শফি মোল্লা গ্রাম: দক্ষিণ জাজিরা স্থানীয়রা বাশঝারের মধ্যে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। মাটিতে পড়ে থাকা লোকটির কাছে গিয়ে হাত পা কাটা ও চোখ উঠানো অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা সন্দেহভাজন একজনকে আটক করেছেন। লোকটির চোখ উঠিয়ে আগুনে পুড়ে ফেলার অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/এএম