বিজ্ঞানীরা মহাবিশ্বে দুইটি ব্ল্যাক হোলের (অতল মহাজাগতিক বস্তু) সবচেয়ে বড় সংঘর্ষ শনাক্ত করেছেন। এটি শনাক্ত করা হয় গ্র্যাভিটেশনাল ওয়েভ (মহাশূন্যে সৃষ্ট তরঙ্গ) ডিটেক্টরের মাধ্যমে।
এই সংঘর্ষ ঘটে ২০২৩ সালের ২৩ নভেম্বর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও লুইজিয়ানায় স্থাপিত লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি (লিগো) নামের দুটি যন্ত্র একসঙ্গে এটি শনাক্ত করে। এ সময় মাত্র ০.১ সেকেন্ড স্থায়ী তরঙ্গ শনাক্ত হয়, যার নাম দেওয়া হয়েছে GW231123।
সংঘর্ষে যুক্ত দুটি ব্ল্যাক হোলের ভর ছিল যথাক্রমে সূর্যের ভরের ১০০ ও ১৪০ গুণ। সংঘর্ষের পর এগুলো মিলে নতুন এক ব্ল্যাক হোল তৈরি করে, যার ভর সূর্যের ভরের ২৬৫ গুণেরও বেশি। এটি এর আগে শনাক্ত হওয়া সবচেয়ে বড় সংঘর্ষ GW190521-এর দ্বিগুণের কাছাকাছি।
বিজ্ঞানীরা বলছেন, এত বড় ব্ল্যাক হোল সাধারণত মৃত নক্ষত্র থেকে তৈরি হয় না। বরং একাধিক ব্ল্যাক হোলের পরপর সংঘর্ষে (successive mergers) এ ধরনের বৃহৎ ব্ল্যাক হোল তৈরি হতে পারে।
এই ঘটনা পৃথিবী বা মিল্কিওয়ে গ্যালাক্সিতে কোনো প্রভাব ফেলবে না। কারণ এটি ঘটেছে পৃথিবী থেকে কয়েক মিলিয়ন থেকে ১০ বিলিয়ন আলোকবর্ষ দূরে।
বিজ্ঞানীরা মনে করছেন, এই আবিষ্কার ব্ল্যাক হোল গঠনের নতুন ধারণা দেবে এবং ভবিষ্যতের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।