গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পিকআপ, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, বরিশাল জেলার মুলাদী থানার পূর্ব ভয়কা গ্রামের মিজান মৃধার ছেলে রিজন মৃধা সুজন (২৫) এবং নরসিংদী জেলার বেলাবো থানার বারৈচা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো: আলিফ (২৪)।
পুলিশ জানায়, শনিবার ভোররাত পৌনে ৪টার দিকে আন্ত:জেলা ডাকাতদল মাছবাহী ট্রাকে হামলার জন্য সফিপুর আনসার একাডেমির ৩নং গেইট সংলগ্ন গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক পুলিশ ফাঁড়ির টহল দল সেখানে পৌঁছালে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে ধরে ফেলা হয়, তবে আরও ৪-৫ জন অন্ধকারে পালিয়ে যায়।
অভিযানে একটি নীল রঙের পিকআপ, লোহার বাটযুক্ত ধারালো চাকু এবং ৩০ ফিট লম্বা সাদা-কালো রঙের রশি জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, এগুলো ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছিল।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারে চলছে এবং গ্রেফতার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম