বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে এখন একটি নতুন সুশাসন ও শাসন ব্যবস্থা প্রয়োজন। একদলীয় ও ব্যক্তি কেন্দ্রীক শাসন আর চলতে দেওয়া যাবে না।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘এক ব্যক্তির শাসন আর চলবে না। একদলীয় এবং কর্তৃত্ববাদী শাসনে দেশে ফ্যাসিবাদী পরিস্থিতি তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক রাজনীতি, চলাফেরা ও জীবনযাপন বিপর্যস্ত। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই বিএনপি প্রথমে ২৭ দফা এবং পরে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েও যেভাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন, আমরা তাদের নেতৃত্বেই এগিয়ে যাচ্ছি।’
সম্মেলনে রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজাম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহ- সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী সহ অনেকে।
বিডি প্রতিদিন/জামশেদ