বলিউড তারকা জুটি হৃতিক রোশান এবং সাবার সম্পর্ক সবসময়ই খোলা খাতার মতো। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সংস অফ প্যারাডাইস’-এ সাবার অভিনয় ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
হৃতিক ইনস্টাগ্রামে সাবার কিছু ছবি শেয়ার করেছেন এবং তাকে একজন অনবদ্য শিল্পী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, মুক্তির আগে ছবিটি দেখার পর থেকেই তিনি সাবার অভিনয় ও পরিশ্রমে মুগ্ধ হয়েছেন। হৃতিক লিখেছেন, “আমি কয়েক মাস আগে এডিট চলাকালীন ছবিটি দেখেছিলাম। ওর অভিনয় আমার মন ভরিয়ে দিয়েছে। বিশেষ করে জেবার চরিত্রের জন্য আমি গর্বিত। এখন ছবিটি সর্বত্র যে প্রশংসা পাচ্ছে, তা সত্যিই মন ছুঁয়ে যাচ্ছে।”
হৃতিক আরও উল্লেখ করেন, “সাবার সংগ্রাম, অসহায় অবস্থা, হতাশা এবং যন্ত্রণা আমি দেখেছি। তুমি সত্যিই ভালো সুযোগ পাওয়ার যোগ্য। অনেক প্রতিভা রয়েছে, সেই কারণেই আজ আমি এত খুশি।”
‘সংস অফ প্যারাডাইস’-এ আরও অভিনয় করেছেন সোনি রাজদান, জৈন খান দুররানি, শিবা চাড্ডা, তারুক রায়না, শিশির শর্মা ও লিলেট দুবে। ছবিটি প্রযোজিত করেছেন ড্যানিশ রেঞ্জু এবং এতে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত রাজ বেগমের গান রয়েছে। এটি ২৯ অগস্ট প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।
বিডি প্রতিদিন/আশিক