নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে সেলফোন নিষিদ্ধ করা হয়েছে। সে অনুযায়ী ৪ সেপ্টেম্বর থেকে নয়া শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে ‘সেলফোন নিষিদ্ধ’র আওতায়।
নতুন নির্দেশনা অনুযায়ী, ক্লাস শুরু থেকে ছুটির ঘণ্টা না বাজা পর্যন্ত কেউ সেলফোন ব্যবহার করতে পারবে না। নিউইয়র্ক সিটিতে ১১ শতাধিক পাবলিক স্কুলের ৯ লক্ষাধিক শিক্ষার্থী এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে। স্কুলে প্রবেশের পরই নির্দিষ্ট একটি ব্যাগে সবাইকে সেলফোন রাখতে হবে। আবার তা ফিরিয়ে দেওয়া হবে ছুটির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে।
এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশে নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল বলেন, ‘আমরা এমন একটি কঠিন পদক্ষেপ নিয়েছি যাতে তোমরা নির্বিঘ্নে লেখাপড়ায় মনোনিবেশ করতে পার। ক্লাসে সেলফোন ব্যবহারের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে গোটা স্টেটেই প্রসার করা হবে।’ অপরদিকে এমন নিষেধাজ্ঞায় অনেক অভিভাবক ক্ষুব্ধ হয়েছেন। তারা বলেছেন, সন্তানেরা কখন কোথায় কী করছে সেটি জানতে সেলফোনের বিকল্প ছিল না। এ ছাড়া কেউ অসুস্থ হয়ে পড়লে কিংবা কোনো বিপদে পড়লে জানব কীভাবে? তবে প্রশাসনের যুক্তি, যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীর পাশে রয়েছে স্কুল কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।