গাজীপুরের টঙ্গীতে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় টঙ্গীর এরশাদনগর বড় বাজারে ৪৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু। তিনি অভিযোগ করে বলেন, ২০০৫ সালে টঙ্গীর এরশাদনগর এলাকায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে একটি দলীয় কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। কিন্তু ২০০৮ সালে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. রশিদ কার্যালয়টি জোরপূর্বক দখল করে সেখানে মার্কেট নির্মাণ করেন এবং তা থেকে ভাড়া আদায় করতে থাকেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর কার্যালয়টি পুনরুদ্ধার করে সংগঠনের কার্যক্রম চালু করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের দখলদার চক্র—নাঈম, ফালন ও দিদার—বিএনপির সম্মান ক্ষুণ্ন করতে বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন নেতারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন: টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ মিয়া, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবর মাস্টার, বড় বাজার কমিটির সভাপতি বাবুল মিয়া, ৪৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলাউদ্দিন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, বাবুল চৌধুরী, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, মহিলা দল নেত্রী মুক্তা, হালিমা প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ