পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থী লামিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দৃষ্টন্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসীরা। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকায় সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে লামিয়ার স্বজনসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় লামিয়া হত্যার বিবরণ তুলে ধরে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখেন তার মা হালিমা বেগম, পিতা বাহার শিকদার সোহেল, প্রতিবেশি ফয়সাল বিশ্বাস, মো. শাহ আলম গাজী প্রমুখ। তারা শিক্ষার্থী লামিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, লামিয়ার বালিয়াতলী ইউনিয়নের ছোটা বালিয়াতলী গ্রামের বাসিন্দা বাহার শিকদার সোহেলের মেয়ে। সে ওই ইউনিয়নের শিশুপল্লী একাডেমির ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী ছিল। তাকে গত ৩০ জুন রাতে নিজ বাড়িতে ধর্ষণের পর হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটে। এ ঘটনায় পার্শ্ববর্তী গ্রামের মো. জয়নাল মৃধাকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন লামিয়ার মা হালিমা বেগম। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/জামশেদ