প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের কালিহাতীর ভাবলা এলাকায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হলে এ সমস্যা দেখা দেয়।
ইঞ্জিন বিকল হয়ে পড়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে যায় এবং হাজারো যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
পরে বিকেল সোয়া ৬টার দিকে লালমনিরহাটগামী ট্রেনের ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটিকে টেনে ইব্রাহিমাবাদ স্টেশনে আনা হয়।
ইব্রাহিমাবাদ স্টেশনের মাস্টার সোহেল রানা জানান, ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ওই স্টেশনে দুটি ট্রেন আটকা পড়ে। বিকল ট্রেন সরানোর পর এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল