আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে জীবিতদের জন্য সময় ফুরিয়ে আসছে। তারা খাদ্য, আশ্রয় ও ওষুধ সংকটের মুখে রয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো। তালেবান প্রশাসন জানিয়েছে, পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য এলাকায় বুধবার গভীর রাত পর্যন্ত চলা অভিযানে আরও লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২০৫-এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ হাজার ৬০০ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশের বাসিন্দা আলমজান বলেন, ‘আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। বাড়ি ভেঙে পড়েছে, সব সম্পদ হারিয়েছি। শুধু গায়ের কাপড়টাই রয়ে গেছে।’ রবিবার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে, মাত্রা ছিল ৬। এটি আফগানিস্তানের সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পগুলোর একটি। কুনার ও নানগারহার প্রদেশে অগণিত বাড়িঘর মাটির সঙ্গে মিশে যায়। মঙ্গলবারের দ্বিতীয় দফায় ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প নতুন আতঙ্ক ছড়ায়, বন্ধ হয়ে যায় উদ্ধারকাজ; পাহাড় থেকে রাস্তায় পাথর গড়িয়ে পড়ায় অনেক গ্রাম বিচ্ছিন্ন হয়ে যায়। জাতিসংঘ সতর্ক করেছে, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে আছে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, মানবিক ত্রাণসহায়তার চাহিদা দ্রুত বাড়ছে। প্রাথমিক হিসাবে ৮৪ হাজার মানুষ সরাসরি ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু পরিবার গৃহহীন। কুনারের কিছু গ্রামে পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। স্বজনদের খুঁজে পেতে বেঁচে যাওয়া মানুষজন খালি হাতে ধ্বংসস্তূপে ঘেঁটে চলেছে, খোঁজ পাচ্ছে শুধু লাশ। রয়টার্সের ভিডিওচিত্রে দেখা গেছে, ময়দার বস্তাভর্তি ট্রাক আর হাতে কোদাল ধরা পুরুষরা ছুটছে দুর্গম পাহাড়ি গ্রামগুলোর দিকে। যেখানে হেলিকপ্টার নামতে পারেনি, সেসব জায়গায় কমান্ডো সদস্যদের নামানো হয়েছে আকাশপথে। ৪ কোটি ২০ লাখ মানুষের যুদ্ধবিধ্বস্ত, দারিদ্র্যপীড়িত এবং আন্তর্জাতিক সহায়তা থেকে ক্রমেই বিচ্ছিন্ন এ দেশে উদ্ধার ও ত্রাণের সম্পদসংকট প্রকট। রয়টার্স
শিরোনাম
- নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
- নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না : আবদুল কাদির
- নেপালে ফেসবুকসহ একাধিক সোশ্যাল মিডিয়া বন্ধের ঘোষণা
- গতি নেই বাজেট বাস্তবায়নে
- খুলনার রূপসায় যুবককে গুলি করে হত্যা
- তিন দাবিতে অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
- নারী নির্মাতাদের চলচ্চিত্রে দুইদিনের উৎসব
- রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটজন গ্রেফতার
- হজের নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর: ধর্ম মন্ত্রণালয়
- বিপুল ভোটে জিতে কোয়াবের নতুন সভাপতি মিঠুন
- ‘সুপারম্যান’-এর সিক্যুয়েল: মুক্তি ২০২৭ সালে
- আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
- মারা গেছেন ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি
- ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে প্রজ্ঞাপন
- উত্তরায় হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
- চবি: সংঘর্ষের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে একাডেমিক কার্যক্রম
- কাদের গণি চৌধুরীর বড় ভাই মোহাম্মদ গণি চৌধুরী আর নেই
- বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী আটক
- চকরিয়ায় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
- কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ত্রাণসংকট চরমে দুর্গম এলাকায়
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২০৫
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর