মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন। গতকাল দুপুর সাড়ে ৩টার দিকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ। আদালতের বিচারক উভয় পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির। আসামি পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ কয়েকজন সিনিয়র আইনজীবী।
৫ আগস্ট দুর্জয় আত্মগোপনে চলে যান। অবশেষে গত বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ ঢাকার লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন। মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
হাজিরা শেষে পুলিশি নিরাপত্তায় তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন দুর্জয়ের ফাঁসির দাবিতে স্লোগান দেয় এবং দুর্জয়কে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে।