রাজধানীর মতিঝিলে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- শামিম রহমান (২৯), মিজান রহমান (৫১) ও রবিউল ইসলাম জুয়েল (৪২)।
গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঢাকা ও ঝালকাঠিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় শামিমের কাছ থেকে হাইয়েস মাইক্রোবাস, মিজানের কাছ থেকে ৮০ হাজার টাকা ও জুয়েলের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুর এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে খলিল মিয়া (২৬) ও ইব্রাহীম হোসেন রিফাত (২৪) নামের দুই কর্মচারী ৩০ লাখ টাকা নিয়ে মতিঝিলের সিটি ব্যাংক শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বেলা পৌনে ১টার দিকে মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ছয় থেকে সাত ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে নেন। পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ও মারধর করে তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেন। এরপর দুজনের হাত-পা বেঁধে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় ফেলে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। এ ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক সাইদুল ইসলাম মামলা করেন।