জুলাইয়ে দেশে ৪২৭ সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৪২ জন। দুর্ঘটনা, নিহত এবং আহতের সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা। গতকাল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিভাগীয় অফিসের মাধ্যমে এসব দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে। ঢাকা বিভাগে ১১৩ দুর্ঘটনায় নিহত ১০৩, আহত ১৫১; চট্টগ্রাম বিভাগে ১০০ দুর্ঘটনায় নিহত ৮৯, আহত ৯২; রাজশাহী বিভাগে ৪৯ দুর্ঘটনায় নিহত ৫৩, আহত ৪৫; খুলনা বিভাগে ৪৪ দুর্ঘটনায় নিহত ৪৩, আহত ৫০; বরিশাল বিভাগে ২৫ দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৪৬; সিলেট বিভাগে ৩০ দুর্ঘটনায় নিহত ২৬, আহত ৯৯; রংপুর বিভাগে ৪৩ দুর্ঘটনায় নিহত ৩৮, আহত ৪৮ এবং ময়মনসিংহ বিভাগে ২৩ দুর্ঘটনায় নিহত ১৪ ও আহত ১১ জন।
জুলাইয়ের ৬৪২ যানবাহনে দুর্ঘটনা ঘটেছে। মোটরকার-জিপ ১৭, বাস-মিনিবাস ১১৭, ট্রাক-কাভার্ড ভ্যান ১৩৩, পিকআপ ৪০, মাইক্রোবাস ১৫, অ্যাম্বুলেন্স ১, মোটরসাইকেল ১১৬, ভ্যান ৯, ট্রাক্টর ৬, ইজিবাইক ১০, ব্যাটারিচালিত রিকশা ১৪, অটোরিকশা ৩৭ ও অন্যান্য যানবাহন ১২৭টি। দুর্ঘটনায় নিহত ৩৮০ জনের মধ্যে মোটরসাইকেলে ৮৩, অন্যান্য যানবাহনে ৮৫, ট্রাক-কাভার্ড ভ্যানে ৪৮, বাস-মিনিবাসে ৪৭, অটোরিকশায় ২৮, মাইক্রোবাসে ১৯, পিকআপে ১৮, ভ্যানে ১৭, ব্যাটারিচালিত রিকশায় ১৬, ইজিবাইকে ১৫, মোটরকার-জিপে ৩ ও ট্রাক্টরে ১ জন রয়েছে।