অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত অক্টোবর থেকে সুপার শপে এবং নভেম্বর থেকে বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর বার্তা দেয়। শুরু হয় অভিযান। তবে আট মাস পরও বাজারে রাজত্ব করছে পলিথিন। বন্ধ হয়নি কারখানাগুলো। বাজারে আসেনি বিকল্প পণ্য। এমন বাস্তবতা সামনে নিয়ে আজ পালিত হচ্ছে ‘বিশ্ব পরিবেশ দিবস’। এবারের দিবসের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। তবে ঈদের ছুটি থাকায় আগামী ২৫ জুন আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ২৩ বছর আগে আইন করে নিষিদ্ধ করা হয় পলিথিন শপিং ব্যাগ। তবে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনৈতিক লেনদেনের মাধ্যমে প্রতি বছর বেড়েছে পলিথিনের বাজার। বেড়েছে কারখানা। বর্তমানে পলিথিন কারখানার সংখ্যা ৩ হাজারের বেশি। নিষিদ্ধ হলেও এসব কারখানায় আছে বিদ্যুৎ-পানির লাইন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পলিথিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন পরিবেশ উপদেষ্টা। তবে আট মাসেও সুফল আসেনি। উল্টো পলিথিন কারখানার বিরুদ্ধে অভিযানে গিয়ে হামলার শিকার হতে হয়েছে কর্মকর্তাদের। বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও সরকারের পলিথিনবিরোধী অভিযানের তথ্য বলছে, দেশে ৩ হাজারের মতো কারখানায় প্রতি মাসে উৎপাদন হচ্ছে ৭ হাজার টনের বেশি পলিথিন ব্যাগ। সেখানে অভিযানে আটক হচ্ছে গড়ে ৪০-৪৫ টন, যা ১ শতাংশেরও কম। বাকিটা পরিবেশেই ছড়িয়ে পড়ছে। সরেজমিন দেখা গেছে, এখনো কাঁচাবাজার, মাছবাজার, মাংসের দোকান, মুদি দোকান- সর্বত্র পলিথিন ব্যাগেই দেওয়া হচ্ছে পণ্য। আগের মতোই পাঁচটি পণ্য কিনলে বিনা পয়সায় মিলছে পাঁচ-সাতটি পলিথিন ব্যাগ। মাছ-মাংস কিনলে নিরাপত্তার জন্য দেওয়া হচ্ছে একাধিক পলিথিন। সুপারশপে কাগজের ব্যাগে মাছ-মাংস দিয়ে সেটা পাতলা পলি দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। নিষিদ্ধ পণ্যটির পাইকারি দোকান বা উৎপাদনকারী কারখানাগুলোও আগের মতোই চলছে। তথ্য বলছে, শুধু মাটি বা পানি দূষণই নয়, দেশের নদ-নদী ও খালের মৃত্যু ডেকে আনছে নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক। অপচনশীল বর্জ্যে ভরাট হয়ে যাচ্ছে নদী, খাল, বিলের তলদেশ। বন্ধ হয়ে যাচ্ছে খালের প্রবাহ, স্যুয়ারেজ লাইন। নদীর পাড়ের মাটি খুঁড়লে মিলছে ১৫-২০ বছরের পুরোনো পলিথিন। পলিথিনের কারণে একাধিকবার ড্রেজারের ব্লেড ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গেছে বুড়িগঙ্গার খনন কার্যক্রম। একই কারণে মৃত্যুর সঙ্গে লড়ছে তুরাগ, বালু, শীতলক্ষ্যা, কর্ণফুলী, রূপসা ও সুরমা নদীও। জাতিসংঘের পরিবেশবিষয়ক কর্মসূচির (ইউএনইপি) প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের পদ্মা, যমুনা ও মেঘনা নদী দিয়ে প্রতিদিন ৭৩ হাজার টন প্লাস্টিক বর্জ্য সাগরে মিশছে। খাদ্যচক্রে মিশছে মাইক্রোপ্লাস্টিক, যা ক্যানসার, কিডনি বিকলসহ নানা প্রাণঘাতী রোগের জন্ম দিচ্ছে। ২০২১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের এক গবেষণায় প্রতি কেজি লবণে গড়ে প্রায় ২ হাজার ৬৭৬টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
শিরোনাম
- বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে
- বগুড়ার ফাহিমা হত্যায় ঢাকায় স্বামী গ্রেপ্তার
- আমাদের সারের কোনো সংকট নেই : কৃষি সচিব
- তিন দফা দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও অবরোধ
- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা
- নোয়াখালীতে জলাশয়ে জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালিত
- ডাকসু নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের
- তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
- একসঙ্গে একাধিক রিল যুক্ত করার ফিচার ইনস্টাগ্রামে
- নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত, ঘোষণা হতে পারে আজ
- সুস্থভাবে বাঁচতে হলে হাসতে শিখুন
- একক থেকে ছিটকে দ্বৈতে লড়বেন ৪৫ বছরের ভেনাস
- বিধ্বংসী সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা স্থানে গ্রিন
- কুয়েট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
- আগারগাঁও ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের
- উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বুয়েটের সব পরীক্ষা স্থগিত
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৬৬২
- রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি পিছিয়ে ৪ সেপ্টেম্বর
- পুঁজিবাজার: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন
বিশ্ব পরিবেশ দিবস আজ
এখনো বন্ধ হয়নি পলিথিন আগ্রাসন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর