রাজবাড়ীতে যৌথবাহিনীর পৃথক অভিযানে চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে বিদেশি রিভলবার, ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ মদ।
শনিবার (১২ জুলাই) বিকেলে সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে মো. হাকিম মিয়া (২৬) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১টি খালি কার্তুজ, ১ বোতল অবৈধ বিদেশি মদ এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র। হাকিম মিয়া দক্ষিণ ভবানীপুর গ্রামের সাইফুল্লা মিয়ার ছেলে।
এর আগে শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর নেতৃত্বে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা ও আশপাশের এলাকায় পরিচালিত অভিযানে ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ মো. বাবুল সরদার (৫৫) গ্রেফতার হন। তিনি সুবর্ণখোলা গ্রামের মৃত নাজিমুদ্দিন সরদারের ছেলে।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব বলেন, “অভিযানে হাকিম মিয়া ও বাবুল সরদারকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজবাড়ী সদর ও পাংশা থানায় পৃথক অস্ত্র আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”
বিডি প্রতদিন/আশিক