দীর্ঘ ১১ বছর পর বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে এম এ খায়ের সভাপতি, সাইদুর রহমান ভূইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার কলমাকান্দা মাল্টিপারপাস অডিটোরিয়াম হল রুমে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে কলমাকান্দা উপজেলা বিএনপি।
এতে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়েরের সভাপতিত্বে উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ও অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।
এছাড়াও সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে প্রবীণ নেতা এম এ খায়ের ও সাধারণ সম্পাদক হিসেবে লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়ার নাম ঘোষণা করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল