গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় শারমিন আক্তার নামে এক পোশাক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়েছে।
শারমিন আক্তার ময়মনসিংহ জেলার লক্ষ্মীপুর গ্রামের আজিজুল হকের মেয়ে। তিনি সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকায় স্থানীয় জাহাঙ্গীর আলমের ভাড়া বাসায় বসবাস করে গার্মেন্টে কাজ করতেন।
শারমিনের স্বজনদের অভিযোগ, প্রীতি গ্রুপের একটি কারখানার ডিউটি শেষ করে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বাসায় ফিরছিলেন শারমিন। তিনি বাড়ির পাশে পৌঁছলে তাকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেছেন। এ ব্যাপারে ওই নারীর স্বামী মোজাম্মেলকে আটক করা হয়েছে।