বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু করণীয় বিষয়াদি বাস্তবায়নে অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করা হয়। গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ শিহাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে নির্বাচন কমিশনারের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আলোচনায় যোগ দেন। ঐকমত্য কমিশনের পক্ষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু করণীয় বিষয়াদি বাস্তবায়নে অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করা হয়।
এদিকে গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংহ। সাক্ষাৎকালে তিনি কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। জাতীয় ঐকমত্য কমিশনের পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ, জাতীয় ঐক্য গঠন এবং জাতীয় সনদ প্রণয়ন বিষয়ে অবহিত করেন। তিনি কানাডার আগ্রহকে স্বাগত জানান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারির গুরুত্ব তুলে ধরেন। সাক্ষাৎকালে কানাডীয় প্রতিনিধিদল কমিশনের লক্ষ্যের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তারা অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং জাতীয় ঐক্য বৃদ্ধির লক্ষ্যে নেওয়া প্রচেষ্টার প্রশংসা করেন এবং কানাডা সরকারের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতা ও সহায়তার আশ্বাস প্রদান করেন।