বগুড়ার দুপচাঁচিয়ায় বৃদ্ধ শ্বশুর ও পুত্রবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার লক্ষ্মীমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আফতাব হোসেন (৭০) এবং তার সৌদি প্রবাসী ছেলে শাহজাহানের স্ত্রী রিভা আক্তার (২৮)। পুলিশ ও এলাকাবাসী জানান, অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আফতাব হোসেনের দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে শাহজাহান কয়েক বছর আগে সৌদি আরব চলে যান। তার স্ত্রী রিভা এক ছেলে ও মেয়ে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। আফতাব হোসেনের ছোট ছেলে ঢাকায় বসবাস করেন। গতকাল সকালে রিভার পাঁচ বছর বয়সি মেয়ের কান্না শুনে এলাকাবাসী গিয়ে আফতাব এবং রিভার হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া লাশ দেখে পুলিশে খবর দেন। রিভার ঘরে দেখা যায়, আসবাবপত্র তছনছ করা। স্বজনরা জানিয়েছেন, দুর্বৃত্তরা কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে। তবে হত্যাকাণ্ডের কোনো কারণ তাৎক্ষণিকভাবে তারা জানাতে পারেননি। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা চুরির উদ্দেশ্যে হামলা সব দিক বিবেচনা করে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে।