গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামচন্দ্রপুর ইউনিয়ন শাখা।
বুধবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় স্বাস্থ্য কেন্দ্রের আঙিনা ও আশপাশের ময়লা-আবর্জনা অপসারণ করে পরিচ্ছন্ন করা হয়।
রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বাকী সরকার বলেন “স্বাস্থ্য কেন্দ্র মানুষের মৌলিক সেবা পাওয়ার একটি প্রধান স্থান। এর পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের সামাজিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সেবামূলক কর্মসূচি অব্যাহত রাখবে এবং জনগণের পাশে থাকবে।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক মিলন বলেন, রামচন্দ্রপুর পল্লী কেন্দ্রটি দীর্ঘ দিন ধরে বেহাল দশায় পড়ে আছে। পরিত্যক্ত ভবনের আঙিনায় জন্ম নেওয়া ঝোপঝাড়গুলো মশা ও পোকামাকড়ের অভায়াশ্রমে পরিণত হয়েছে তাই আমরা সম্মিলিত ভাবে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছি ।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত মেডিকেল অফিসার ডা. আবু সাইদ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু রোগ প্রতিরোধেই সাহায্য করে না, বরং এটি রোগীদের মানসিক স্বস্তিও এনে দেয়। এসময় তিনি হাসপাতালের পরিবেশ রক্ষায় এলাকাবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/নাজিম