জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় শুরু হওয়া এ ম্যারাথনে অংশগ্রহণ করেন প্রায় ৬৫০ জন প্রতিযোগী।
ম্যারাথনে সাধারণ শিক্ষার্থী, ক্রীড়াবিদ, যুব সমাজ, সামাজিক সংগঠনের সদস্য, এবং ২০২৪ সালের জুলাই মাসে আহত সাহসী যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে শ্রাবণী চৌধুরী প্রথম, তাবাসসুম সোবাহ দ্বিতীয় ও মোসাম্মাত সোহানা তৃতীয় স্থান অর্জন করেন। ছেলেদের বিভাগে মুসফিকুর রহমান প্রথম, মোহাম্মদ সুমন দ্বিতীয় ও আবু নসর তৃতীয় হন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় জেলা প্রশাসন। একইসঙ্গে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকরা তাদের ত্যাগ ও সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী সবাইকে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আশিক