নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জিআরপি পুলিশ জেলা শহরের রাজুর বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে দুপুরে নেত্রকোনা সাতপাই বড় স্টেশনে নিয়ে ময়মনসিংহ মর্গে পাঠানো হয়। তবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি, এমনকি কিভাবে ট্রেনের নিচে কাটা পড়েছে তাও বলতে পারছে না কেউ।
মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির জিআরপির পুলিশ মো. আঙ্গুর মিয়া জানান, সকাল ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর আসে রাজুর বাজার এলাকায় ট্রেনে কাটা মরদেহ পড়ে আছে। এরপর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ভোরে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল