চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুরে একটি বসতঘরে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে র্যাবের একটি দল রায়পুরের দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে এক অভিযানে এসব ইয়াবা জব্দকরা হয় বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, অভিযুক্ত নারী ও তার পরিবার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে তার বসতঘরের খাটের নিচ থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএ