জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে নিজের এলাকায় যাওয়া ঘিরে যেসব প্রশ্ন উঠেছে, সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তাঁর দলের নেতা যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তাসনিম জারা গাড়ি বহরের অর্থায়ন নিয়ে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে প্রশ্ন তুলেছেন। এর প্রায় দুই ঘণ্টা পর জবাব দিয়েছেন সারজিস আলমও।
তাসনিম জারার প্রশ্নের উত্তরে সারজিস আলম তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রায় ৫০ টার মতো গাড়ির ৬ হাজার করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে তার টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও ৫০ বছর আগেও ছিল।’
গতকাল সন্ধ্যায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে সারজিস আলম এসব কথা বলেছেন।
রংপুরে শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। স্বাভাবিকভাবেই এমন শো-ডাউনে বড় অঙ্কের অর্থ খরচ হয়। সেটি সারজিস কোথায় পেয়েছেন জানতে চেয়েছেন নাগরিক পার্টির জ্যেষ্ঠ আহ্বায়ক ডা. তাসনিম জারা। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে সারজিসের আর্থিক উৎস সম্পর্কে জানতে চান জারা। দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে তিনি বিষয়টি জানতে চান। এদিকে ডা. তাসনিম জারার বক্তব্যের জবাব দিয়েছেন সারজিস আলম। এ ঘটনায় পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে দলের শীর্ষ দুই নেতা।