জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুুল হান্নান মাসউদের ওপর বিএনপির নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। গতকাল রাতে নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা এলাকায় বিএনপি নেতা-কর্মীরা এ হামলা করেছেন বলে আবদুুল হান্নান মাসউদের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করা হয়েছে। সূত্র : বাংলানিউজ। ফেসবুকে বলা হয়েছে, ‘নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আবদুুল হান্নান মাসউদ ভাইকে মেরে ফেলার উদ্দেশে অতর্কিত হামলা হয়েছে। এতে আবদুল হান্নান মাসউদ ভাইসহ ৫০-এর অধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।’
এর আগে এদিন সন্ধ্যায় একই আইডিতে একটি লাইভ প্রচার করা হয়। যার বর্ণনায় বলা হয়, হান্নান মাসউদ ভাইয়ের নেতৃত্বে চাঁদাবাজমুক্ত জাহাজমারাতে স্বাধীন মিছিল।