বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন, বাংলাদেশে গত কয়েক সপ্তাহে শিশুদের ওপর, বিশেষ করে কন্যাশিশুদের ওপর যৌন সহিংসতার খবর উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি। বিবৃতিতে তিনি বলেন, মাগুরার আট বছরের শিশুটির মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত সংবাদমাধ্যম ও স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো শিশু ধর্ষণের প্রায় ৫০টি ঘটনা রেকর্ড করেছে। ১০ মার্চ (সোমবার) এক দিনে সাতটি শিশু নিহত হয়েছে এবং ছয়টি শিশুর সঙ্গে সহিংসতার ঘটনা নিশ্চিত হওয়া গেছে।
রানা ফ্লাওয়ারস বলেন, ইউনিসেফের হিসাবে, বিশ্বে বর্তমানে বেঁচে আছেন এমন প্রতি আট নারী ও শিশুর মধ্যে একজন ১৮ বছর বয়স হওয়ার আগেই ধর্ষণ বা যৌন সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশে সমীক্ষায় দেখা গেছে, এসব অপরাধী প্রায়ই ভুক্তভোগীদের পরিচিত হয়ে থাকেন।
বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে জোরালো তদন্ত, প্রসিকিউশন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শিশুর ওপর সহিংসতার সব ঘটনার বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে একটি বিশেষায়িত শিশু সুরক্ষা ইউনিট প্রতিষ্ঠা করা অপরিহার্য। পাশাপাশি ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার শেষ করা সরকারের যে লক্ষ্য, তা অর্জনের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।