সশস্ত্র বাহিনীর জন্য একটি স্বাধীন কমিশন গঠন করে বঞ্চিতদের যোগ্যতার নিরীখে পদোন্নতি, পুনর্বহাল ও ক্ষতিপূরণ দেওয়া এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে জাস্টিস ফর কমরেডস নামের একটি সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক সাবেক লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলাম ফ্যাসিস্ট শাসনামলে চাকরিচ্যুত এবং বঞ্চিত সামরিক কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে প্রহসনমূলক বোর্ড বাতিল করে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানান। তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনামলের অনেক কর্মকর্তা এখনো বাহিনীতে বহাল আছেন। তিনি স্বাধীন কমিশনের মাধ্যমে সামরিক বাহিনীর কালাকানুনসহ বিভিন্ন সংস্কারের দাবি জানিয়ে বলেন, যাতে ভবিষ্যতে সামরিক বাহিনীর কোনো সদস্য একতরফাভাবে, যথাযথ তদন্ত এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুত বা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন। তিনি বলেন, বাংলাদেশের অন্য কোনো সেক্টরে এত নির্মমভাবে দমননীতি প্রয়োগ করা হয়নি। নতুন বৈষম্যবিহীন বাংলাদেশে আমরা আমাদের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার পাওয়ার জন্য একটি কমিশন গঠনে বিভিন্নভাবে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। কিন্তু এখনো ফ্যাসিস্ট সরকারের মূল্যবোধ ধারণকারী উচ্চপর্যায়ের কিছু সেনা কর্মকর্তা তাকে ভুল বুঝিয়ে উচ্চ কমিটির নামে একটি প্রহসনমূলক কমিটি গঠন করে পূর্বপরিকল্পিত সুপারিশের বাস্তবায়ন করেছে। এতে ন্যায়বিচারের ছিটাফোঁটাও নেই এবং যা আমাদের জন্য খুবই অসম্মানজনক।
সম্মেলনে উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব.) মো. মতলুব হোসাইন, মো. মনিরুল ইসলাম, শামীমুর রহমান, মেজর (অব.) এ কে এম হুমায়ুন কবীর, ক্যাপ্টেন (অব.) হাবিবা ইসলাম প্রমুখ।