গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ফেসবুকে কে কী লিখল সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমাদের অবস্থান পরিষ্কার। গণহত্যার জন্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগের যে নেতাদের নির্দেশে গণ হত্যাযজ্ঞ চালানো হয়েছে, অবিলম্বে তার বিচার করতে হবে। অভ্যুত্থানের সাত মাস অতিক্রান্ত হওয়ার পরও গণহত্যার বিচারকাজ এখনো উল্লেখযোগ্য মাত্রায় এগোয়নি। ফলে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকী বলেন, ৫ আগস্টের পর আমরা বলেছি, ১৫ বছর ধরে লুটপাট, খুন-গুমের জন্য যেসব নেতারা দায়ী তাদের বিচার করতে হবে। বিচার কাজ এগিয়ে নেওয়া প্রয়োজন। বিচার কাজ দৃশ্যমান না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিচার কাজ আন্তর্জাতিক মানদণ্ডে করা উচিত। দীর্ঘসূত্রতা তৈরি না করে দ্রুত বিচার কাজ শেষ করা উচিত।
বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে- আপনার মন্তব্য কী জানতে চাইলে বামপন্থি এই নেতা বলেন, কে কী ফেসবুকে লিখল, সেটা আমার কাছে কোনো গুরুত্ব নেই। আমার কথা হলো, দল হিসেবেও আওয়ামী লীগের বিচার করতে হবে। এই দলে যারা প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে গুম-খুনের জন্য দায়ি তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।