ঢাকার ধামরাইয়ে বিএনপির এক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল দুপুরে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম (৫৭) গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকার প্রয়াত রইজ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।
আবুল কাশেমের ছোট ভাই খলিলুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর পর একদল লোক তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।
খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেলা ১টার দিকে মৃত অবস্থায় আবুল কাশেমকে হাসপাতালে আনা হয় বলে জানান এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক মো. ইউসুফ। আবুল কাশেমের স্ত্রী সাহিদা আক্তার বলেন, তার স্বামী রাজনীতির পাশাপাশি মাটির ব্যবসা করতেন। প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে। এ সময় তিনি হামলার সঙ্গে জড়িত কয়েকজনের নাম জানান। যারা বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক বিরোধ থেকে আবুল কাশেমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজার। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাটি ব্যবসা ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে আবুল কাশেমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, এমন প্রমাণ পাওয়া গেছে।