ইয়েমেনের হুতিরা ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজায় গতকাল ভোররাতে ইসরায়েলি বিমান থেকে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ঘুমন্ত অবস্থায় নারী-শিশুসহ অন্তত ৭১ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। খান ইউনিস, রাফা ও বেইত লাহিয়া শহরে চালানো এসব হামলায় অন্তত ১১টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি না দিলে আরও ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস। তিনি হুঁশিয়ারি দেন, এমন তীব্র হামলা চালানো হবে যা আগে কেউ কখনো দেখেনি। সূত্র : রয়টার্স, বিবিসি, আলজাজিরা খবরে বলা হয়, ইসরায়েলি হামলায় নিহতের মধ্যে নবজাতক, শিশু ও নারী রয়েছে। ঘুমন্ত অবস্থায়ই তাদের মৃত্যু হয়। নিহতের মধ্যে খান ইউনিসের তিন পরিবারের ১৮, রাফার নিকটবর্তী মোসবেহের এক পরিবারের ১০ এবং বেইত লাহিয়ার এক পরিবারের সাতজন রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দাকরান জানিয়েছেন, মঙ্গলবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৯০০। তিনি জানান, ইসরায়েলের এসব নির্বিচার হামলায় আহত অনেকেই প্রয়োজনীয় ওষুধ ও উপকরণের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। আহতের প্রায় ৭০ শতাংশ শিশু ও নারী আর তাদের বেশির ভাগের জখমই গুরুতর।
হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আক্রমণ চালিয়েছে। কৌশলী সামরিক অভিযানটি সফল হয়েছে বলে দাবি হুতিদের। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার খবরটি নিশ্চিত করেন। তাঁর বিবৃতি থেকে জানা গেছে, বিমানবন্দরে অভিযানে প্যালেস্টাইন-টু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। বেন গুরিয়ন বিমানবন্দরে অভিযানে হুতিদের ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী অংশ নেয়। তারা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে।
অন্যদিকে এ ঘটনায় ইসরায়েলের বিবৃতি বরাবরের মতোই। দেশটি জানায়, তারা সৌদি আরবের আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে। সে সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটে ছিলেন। তাঁকে দ্রুত বম্ব শেল্টারে নেওয়া হয়। আরেক খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১৬ হুতি সদস্য নিহত হয়েছেন। হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানীসহ দেশটির একটি অংশ নিয়ন্ত্রণ করছে এবং বুধবার (১৯ মার্চ) গভীর রাতে প্রাণহানির এ তথ্য জানিয়েছে তারা।