যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড স্টেটে অবস্থিত ফেডারেল আদালতের বিচারক থিউডোর ডি চুয়াং গত মঙ্গলবার এক আদেশে ইউএসএইড বন্ধের উদ্যোগ স্থগিত ঘোষণা করেছেন। আদালত বলেছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইউএস এইড পুনর্বহাল করা হলো।
এদিকে এর আগে ইলোন মাস্কের আদেশে দেড় ডজন সংস্থা থেকে বরখাস্ত করা হাজারো কর্মীকে ফের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত সোমবার মেরিল্যান্ডের বাল্টিমোর ফেডারেল আদালতে জমা দেওয়া নথিতে তারা এ কথা জানায়। এ আদেশ স্থগিতে তারা আপিলও করেছে। সেখানে রায় পক্ষে এলে এই কর্মীরা ফের চাকরিচ্যুত হবে বলে ধারণা করা হচ্ছে।