চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে কমর উদ্দিন টিটু (৩৭) নামে সৌদি প্রবাসী এক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নে আমির হাটে বাজারের ব্যবস্থাপনা অফিসের সামনে এই হামলা ঘটনা ঘটে। নিহত টিটু ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ‘ঘটনার কয়েক ঘণ্টা আগে নিহত কমর উদ্দিন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি কয়েকজনের নাম উল্লেখ করে মাটি কাটা, তাদের অপকর্ম নিয়ে লেখেন।
এরপরই তার ওপর এই হামলার ঘটনা ঘটে। পরে তিনি মারা যান। আমরা বিস্তারিত তদন্ত করে আইনি ব্যবস্থা নিচ্ছি।’ জানা গেছে, টিটু ইউনিয়ন যুবদলের রাজনীতিতে স্থানীয় যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদারের অনুসারী ছিলেন। তিনি কিছুদিন আগে ছুটিতে আসেন।
শুক্রবার (১৪ মার্চ) ওই ইউনিয়নে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে আমীরহাট বাজার এলাকায় অনুষ্ঠানের আয়োজন নিয়ে সমালোচনা করেন টিটু। এই ঘটনাকে কেন্দ্র করে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এতেই ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের নেতা-কর্মীরা তাকে মারতে শুরু করেন। একপর্যায়ে ছুরিকাঘাত ও বেধড়ক পিটিয়ে সারা শরীর রক্তাক্ত করা হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মারা যান টিটু।