নিউইয়র্কে ১৮টি বাংলাদেশি হোমকেয়ার ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউইয়র্ক স্টেট স্বাস্থ্য দপ্তর থেকে নোটিস পাঠানো হয়েছে। ১০ মার্চ প্রেরিত এ নোটিসে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চিকিৎসাসেবা নিয়ে নিজেদের আখের গোছানোসহ অনিয়ম, মিথ্যাচার করে রোগীদের কাছ থেকে অর্থ হাতানোর গুরুতর অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, কমিউনিটিতে ৩-৪ বছরে ব্যাঙের ছাতার মতো শতাধিক হোমকেয়ার ব্যবসার আবির্ভাব ঘটেছে। নিউইয়র্ক সিটির অলিগলি থেকে শুরু করে তা প্রসারিত হয়েছে পৌনে চার শতাধিক মাইল দূর বাফেলো পর্যন্ত। এ ব্যবসায়ীদের কেউ কেউ কয়েক বছরের ব্যবধানে বিপুল অর্থ-বিত্তের মালিক হয়েছেন। এ অবস্থায় নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুল হোমকেয়ার সার্ভিসের সব কর্মকাণ্ড একটি সংস্থার কাছে ন্যাস্ত করেছেন। ‘পাবলিক পার্টনারশিপ এলএলসি’ তথা পিপিএল নামের এ সংস্থা নির্দেশ জারি করেছে যে, সেবা গ্রহীতা এবং সেবাদানকারীদের ২৮ মার্চের মধ্যে পিপিএলে নথিভুক্ত হতে হবে। পিপিএলকে দায়িত্ব দেওয়া হয়েছে বিরাজমান অব্যবস্থা-অনিয়ম-দুর্নীতির লাগাম টেনে ধরতে। নিউইয়র্ক স্টেট স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া নোটিস অনুযায়ী, স্বাস্থ্য দপ্তরের নিয়োজিত ‘পিপিএল’ ঘন ঘন এসব হোমকেয়ার প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদারকি করবে। নোটিসে সবাইকে অনিয়ম, মিথ্যাচার, অপপ্রচারণা এবং রোগীদের কাছ থেকে নানা কায়দায় অর্থ হাতানোর বিষয়ে সতর্ক করা হয়েছে।