গাজীপুরে ঈদের বোনাস ও মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন দাবিতে গতকাল বিক্ষোভ করেছেন বাসন এলাকার একটি সোয়েটার কারখানার শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় সোয়া দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এদিকে ঈদ বোনাস ও বকেয়া পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ হয়েছে। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গতকাল গাজীপুর সিটির তেলিপাড়া এলাকার ‘স্মোক সোয়েটার’ নামের কারখানার শ্রমিকরা ঈদের বোনাস ও মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি এবং বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল সোয়া ৯টার দিকে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সড়কে যাতায়াতকারী বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শ্রমিকরা অবরোধ তুলে না নেওয়ায় বেলা সাড়ে ১১টার দিকে তাদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে প্রায় সোয়া দুই ঘণ্টা পর ফের যানবাহন চলাচল শুরু হয়। তবে তারা কারখানার সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
শিল্প পুলিশ-২ গাজীপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, আলোচনার পর শ্রমিকদের দাবিদাওয়া সমাধানের আশ্বাস দিলে তারা আন্দোলন প্রত্যাহার করে বাড়ি ফিরে যান।
এদিকে ২০ রমজানের মধ্যে শ্রমিকদের এক মাসের মূল বেতনের সমান ঈদ বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ঈদের ছুটির আগে মার্চ মাসের পূর্ণ বেতন দেওয়ার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শহরের প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। একই সঙ্গে তারা শহরের প্রধান সড়কে মিছিল করেন।
বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, সহসভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জেলার সভাপতি গাজী নূরে আলম, গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক টিইউসি জেলা কমিটির দপ্তর সম্পাদক মোস্তাকিম ও সদস্য আশিকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।