বায়ুদূষণে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। দেশ হিসেবে বাংলাদেশ ২০২৩ সালে বিশ্বের তালিকায় শীর্ষে ছিল। তবে ২০২৪ সালে দ্বিতীয় অবস্থানে এসেছে। আর নগর হিসেবে ২০২৩ সালে ঢাকা ছিল দ্বিতীয়। এবার এসেছে তৃতীয় অবস্থানে। ২০২৪ সালে বায়ুদূষণে শীর্ষ দেশটি হলো আফ্রিকার দেশ চাঁদ। আর নগর হিসেবে শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। গতকাল সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ‘বৈশ্বিক বায়ু মান প্রতিবেদন ২০২৪’-এ এসব তথ্য তুলে ধরা হয়েছে। দেশের নিরিখে বাংলাদেশের পরই আছে পাকিস্তান। দেশটির বায়ুতে ২০২৩ সালে পিএম ২.৫ এর উপস্থিতি ছিল ৭৩ দশমিক ৭ মাইক্রোগ্রাম।
বায়ুদূষণের অন্যতম উপাদান পিএম ২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণার উপাদান ধরেই এই বায়ুর মান নির্ণয় করা হয়েছে এ প্রতিবেদনে। এতে দেখা গেছে, ২০২৪ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণার (পিএম ২.৫) উপস্থিতি ছিল ৭৮ মাইক্রোগ্রাম। আর গত বছর তা ছিল ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচওর বেঁধে দেওয়া মানদণ্ডের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি। দেশের নিরিখে বাংলাদেশের পরই আছে পাকিস্তান। দেশটির বায়ুতে ২০২৩ সালে পিএম ২.৫ এর উপস্থিতি ছিল ৭৩ দশমিক ৭ মাইক্রোগ্রাম।
নগর হিসেবে তৃতীয় অবস্থানে থাকা ঢাকার বায়ুতে পিএম ২.৫ এর উপস্থিতি ছিল ৭৮ মাইক্রোগ্রাম। ২০২৩ সালে এর পরিমাণ ছিল ৮০ দশমিক ২ মাইক্রোগ্রাম। আর এ তালিকায় শীর্ষে থাকা নয়াদিল্লির বাতাসে পিএম ২.৫ এর উপস্থিতি ৯১ দশমিক ৮। ২০২৩ সালে তা ছিল ৯২ দশমিক ৭ মাইক্রোগ্রাম। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বেঁধে দেওয়া মানদণ্ডের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি।