বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, যত দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পথে এগোনো যায় ততই মঙ্গল। কারণ, মব সহিংসতা, বেকারত্ব, নিরাপত্তাহীনতা ও নারী নিপীড়নের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে এগুলো দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে করি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বজলুর রশীদ ফিরোজ বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন এ নিয়ে সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। নির্বাচন কমিশনও নির্বাচনের জন্য প্রস্তুত। কাজেই চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করি। আমরা গত ৫ অক্টোবর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে বলে এসেছি, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়া উচিত। কারণ আমাদের গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করতে হবে। নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালেও তাঁরা আমাদের বলেছেন, এ বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা দিতে সমস্যা কোথায়? এ বছর না পারলে আগামী বছর কখন নির্বাচন হবে সেটা পরিষ্কার করতে হবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। সন্ত্রাস বাড়ছে। নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। জাতিকে নির্বাচনমুখী করতে পারলে এসব কমে আসবে বলে বিশ্বাস করি। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে টাকার খেলাও বন্ধ করা উচিত। এতে অসৎ ব্যক্তিই ক্ষমতাবান হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে নির্বাচনের সময় সাম্প্রদায়িকতা বন্ধ করতে হবে। যারা নির্বাচনে দায়িত্ব পালন করেন তারা যেন নিরপেক্ষ থাকেন সে ব্যবস্থা করতে হবে।
শিরোনাম
- বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের উদ্যোগ ডিএসসিসির
- সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
যত তাড়াতাড়ি গণতন্ত্রের পথে যাওয়া যায় ততই মঙ্গল
বজলুর রশীদ ফিরোজ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর