বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, যত দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পথে এগোনো যায় ততই মঙ্গল। কারণ, মব সহিংসতা, বেকারত্ব, নিরাপত্তাহীনতা ও নারী নিপীড়নের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে এগুলো দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে করি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বজলুর রশীদ ফিরোজ বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন এ নিয়ে সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। নির্বাচন কমিশনও নির্বাচনের জন্য প্রস্তুত। কাজেই চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করি। আমরা গত ৫ অক্টোবর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে বলে এসেছি, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়া উচিত। কারণ আমাদের গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করতে হবে। নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালেও তাঁরা আমাদের বলেছেন, এ বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা দিতে সমস্যা কোথায়? এ বছর না পারলে আগামী বছর কখন নির্বাচন হবে সেটা পরিষ্কার করতে হবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। সন্ত্রাস বাড়ছে। নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। জাতিকে নির্বাচনমুখী করতে পারলে এসব কমে আসবে বলে বিশ্বাস করি। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে টাকার খেলাও বন্ধ করা উচিত। এতে অসৎ ব্যক্তিই ক্ষমতাবান হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে নির্বাচনের সময় সাম্প্রদায়িকতা বন্ধ করতে হবে। যারা নির্বাচনে দায়িত্ব পালন করেন তারা যেন নিরপেক্ষ থাকেন সে ব্যবস্থা করতে হবে।
শিরোনাম
- ভারতের উত্তরাখণ্ডে ৫ বাংলাদেশি আটকের দাবি
- বাইডেন ক্যান্সারের বিরুদ্ধে ‘দৃঢ়তা ও মর্যাদার সঙ্গে’ লড়বেন : ওবামা
- কারাগারে নুসরাত ফারিয়া
- সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে : তারেক রহমান
- কান উৎসবে এমার ফটোশুটে মৌমাছি বিভ্রাট
- ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের অভূতপূর্ব বিক্ষোভ
- কাশ্মীর সীমান্তে নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনা নিহত
- আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- বেনফিকার জার্সিতে আর দেখা যাবে না ডি মারিয়াকে
- জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত : সহমর্মিতা জানালেন হিলারি ক্লিনটন
- চলতি মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা
- তিন দলের প্লে-অফ নিশ্চিত, চতুর্থ স্থান নিয়ে জমজমাট লড়াই
- ফিজের প্রত্যাবর্তনের দিনে দিল্লির বড় হার, প্লে-অফে গুজরাট
- ১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহীর বিশ্বরেকর্ড
- ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
- রাহুলের সেঞ্চুরিতে দিল্লির ১৯৯ রানের পুঁজি
- ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
- পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
যত তাড়াতাড়ি গণতন্ত্রের পথে যাওয়া যায় ততই মঙ্গল
বজলুর রশীদ ফিরোজ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর