শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগাদেশ স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ১৯ মার্চের মধ্যে হাই কোর্টে রুল নিষ্পত্তি করতে বলেছেন। ফলে স্বতন্ত্র ওই পরিচালকদের কার্যক্রম পরিচালনায় বাধা নেই বলে গতকাল জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসির আইনজীবী। হাই কোর্টের আদেশের বিরুদ্ধে বিএসইসির করা আবেদনের শুনানি শেষে গত মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে বিএসইসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। সঙ্গে ছিলেন আইনজীবী আবুল কালাম আজাদ। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও কামাল উল আলম। এর আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো গ্রুপের আওতাধীন বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ৩১ ডিসেম্বর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। এ আদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোয় স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ওই স্বতন্ত্র পরিচালকরা (বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় নয়জন এবং শাইনপুকুর সিরামিকসে সাতজন স্বতন্ত্র পরিচালক) আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। বিএসইসির ওই নিয়োগ আদেশের বৈধতা নিয়ে তিন কোম্পানির পক্ষে পৃথক তিনটি রিট করা হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১৩ জানুয়ারি হাই কোর্ট রুল জারি করেন। একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগসংক্রান্ত আদেশের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করা হয়। ওই পৃথক আদেশের বিরুদ্ধে বিএসইসি আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ হাই কোর্টের আদেশ স্থগিত করে এ বিষয়ে জারি করা রুল হাই কোর্টে ১৯ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন।