উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ নূর নামে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তার ওপর এই হামলা চালানো হয়। নিহত মোহাম্মদ নূর উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে স্থানীয় রোহিঙ্গাদের বরাতে জানান, তারাবির নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত মোহাম্মদ নূরের ওপর হামলা চালায়। তাকে গলা ও মাথায় এলোপাতাড়ি কোপানো হয়। মৃত্যু নিশ্চিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এর আগে ২০২৪ সালেও তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। ব্যক্তিগত শত্রুতার জেরে এ ঘটনা ঘটছে বলে ধারণা করছে পুলিশ। লাশ উদ্ধার করে রাতেই উখিয়া থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি।