এবার থানা থেকে গ্রেপ্তার হয়েছেন ভাঙ্গা থানায় সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম। যোগদানের ১১ দিন পর ২৬ ফেব্রুয়ারি রাতে ভাঙ্গা থানা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকার ডিবি পুলিশের একটি দল। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অফস) শৈলেন চাকমা জানান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে গত বছর ৫ আগস্ট গাজীপুরে সংঘটিত একটি হত্যার ঘটনার মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, তিনি গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হিসেবে তখন কর্মরত ছিলেন। বৃহস্পতিবারই তাকে আন্তর্জাতিক মানবতাবিরোধী ট্রাইব্যুনালের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।