‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ (আইসিসিআর)-এর স্কলারশিপের অর্থে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা কোনোভাবেই রাজনৈতিক কার্যকলাপ বা ইউনিয়ন গঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন না। একইসঙ্গে ভারতের সংবেদনশীল এলাকাগুলো পরিদর্শন করা থেকেও বিরত থাকতে হবে। এ মর্মে একটি অঙ্গীকারপত্রে স্বাক্ষর করতে হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। এ শর্তাবলি লঙ্ঘন করলে সেসব শিক্ষার্থীর বৃত্তি বাতিল এবং নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য সামনে এসেছে। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেন, এ মুহূর্তে ২৭০ জনের বেশি বাংলাদেশি শিক্ষার্থী দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। সে ক্ষেত্রে এ ক্যাম্পাসে যেসব বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যায় রয়েছেন পূর্বপারের প্রতিবেশী দেশের ছাত্রছাত্রী। যদিও আইসিসিআর স্কলারশিপে ভারতে অধ্যয়নরত অন্য দেশের শিক্ষার্থীদের অনুরূপ অঙ্গীকারপত্রে স্বাক্ষর করার কোনো প্রয়োজন নেই। এমনকি দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক ফিলিস্তিনিকেও এ ধরনের কোনো অঙ্গীকারপত্রে স্বাক্ষর করতে বলা হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি।