খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার পর নিরাপত্তার স্বার্থে হল ছেড়েছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে ইজিবাইক ও রিকশাভ্যানে করে আবাসিক হল থেকে নিজেদের মালামাল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে যান। এ সময় অনেক উদ্বিগ্ন অভিভাবককে গেটের বাইরে সন্তানের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়। এদিকে সিন্ডিকেটের সভায় অনির্দিষ্টকালের জন্য কুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার প্রতিবাদে হলত্যাগের সময়সীমা পার হওয়ার পরও ছয়টি আবাসিক হলে কিছু শিক্ষার্থী অবস্থান করছিলেন। হলে অবস্থানকারী শিক্ষার্থীদের জোরপূর্বক হল ছাড়তে বাধ্য করতে আবাসিক হলের ইন্টারনেট ওয়াইফাই লাইন ও পানি সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘কুয়েট ১৯’ নামে ফেসবুক পেজে এ-সংক্রান্ত তথ্য প্রচার করা হয়। তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুপুরে বাসভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, হল ভ্যাকান্ট ঘোষণার পরও যারা রয়ে গেছেন আমাদের প্রোভোস্ট, আমার সব শিক্ষকরা চেষ্টা করছেন, ওদের সঙ্গে কথা হচ্ছে, ওদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বলপ্রয়োগ করে নয়, বুঝিয়ে যাতে ওদেরকে হল থেকে বের করা যায়। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ মোতায়েন করা হয়। এর আগে শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যে আমরা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। আর যেহেতু আমরা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি সেহেতু উনার আন্ডারে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত আসবে স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছি না। উনি আমাদের ১৮ ফেব্রুয়ারি প্রায় তিন ঘণ্টা একপ্রকার যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিলেন। তার দায়িত্বহীনতার কারণে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়। জানা যায়, সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বুধবার সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তারা পাল্টা কুয়েট ভিসিকে সকাল ১০টার মধ্যে বাসভবন ত্যাগ করার অনুরোধ জানান। এ নিয়ে রাতে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের পর থেকে কুয়েটে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের পর থেকে ভিসি, প্রো-ভিসির অপসারণসহ ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
শিরোনাম
- আ.লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং
- গ্রেফতার ইনফ্লুয়েন্সার, ভুয়া পণ্য: সোশ্যাল মিডিয়ার অন্ধ বিশ্বাসে প্রতারণা
- বিদেশে কোর্স ফি পাঠানোতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন আর লাগবে না
- ৫ বিয়ে, ২৫ প্রতারণা: বিয়ে, নেশা, লুট ও পালানো, সিনেমাকেও হার মানাবে
- গাজায় হামলা: ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব, বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের
- শাহিন পুকুরে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১
- খাদ্যের সন্ধানে লোকালয়ে হাতি, নিহত ১
- গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ নিহত ২
- ফেনীতে ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার একরাম গ্রেপ্তার
- আন্দোলন কর্মসূচিতে নাস্তানাবুদ অর্থনীতি
- মির্জাপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নজরুল গ্রেফতার
- আ. জ. ম ওবায়েদুল্লাহ জীবন্ত উপন্যাস: জামায়াত আমির
- চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জন নিহত, মারা গেছে ৩টি গরু
- বাসে প্রতারকের পানি খেয়ে সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু
- ১১তম গ্রেডসহ ৩ দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা
- পল্লী বিদ্যুৎ সমিতির ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা
- বাংলা ব্যানার বাধ্যতামূলক করার প্রস্তাব ড. সলিমুল্লাহ খানের
- কুমারখালীতে যান্ত্রিক পদ্ধতিতে ব্রিধান-৯২ চাষ, বিঘাপ্রতি ফলন ২৯ মণ
- বাংলাদেশের প্রতি বিশ্বের আস্থা বাড়ছে : প্রধান উপদেষ্টা
- ভাবিকে ধর্ষণের অপরাধে দুই দেবরের যাবজ্জীবন
কুয়েটে ক্যাম্পাস ত্যাগ শিক্ষার্থীদের
হলে ইন্টারনেট ও পানি বন্ধের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর