গাজীপুরে জামিন নিয়ে বের হওয়ার সময় আদালত চত্বর থেকে বিবাদী দুই ভাইকে তুলে নিয়ে বাদী পক্ষের লোকজন প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আহত অবস্থায় ফেরত দিয়েছে। এ ঘটনার শুরুতে আইনজীবীর কর্মচারী ও নারীসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিচারপ্রার্থী এনামুল হক জানান, জমি নিয়ে বিরোধের ঘটনায় জানুয়ারি মাসে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন স্থানীয় তেলিহাটি এলাকার শহীদুল্লাহর ছেলে এস এম নাজমুল হক। ওই মামলার বিবাদী ১৩ জন জামিনে ছিলেন। আদালতে মামলার চার্জশিট জমা হলে বিবাদীরা নির্ধারিত তারিখ গতকাল আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিন প্রার্থনা করেন। এ সময় বাদী পক্ষের আইনজীবী জামিন বাতিলের প্রার্থনা করলে আদালত বিবাদীদের জামিন বহাল রাখার আদেশ দেন। জামিন পেয়ে আদালত থেকে বের হওয়ার সময় দেশি অস্ত্র ও লাঠি নিয়ে বাদী ও তার লোকজন বিবাদীদের পথরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা জনাকীর্ণ আদালত এলাকা থেকে মামলার বিবাদী শ্রীপুর থানার তেলিহাটি এলাকার আবদুুল মালেকের দুই ছেলে মিলন মিয়া (৩৫) ও বাবুল মিয়াকে (৪০) অপহরণ করে নিয়ে যায়। পরে বিকাল সাড়ে ৩টার দিকে অপহৃত দুজনকে গুরুতর আহতাবস্থায় একটি অটো রিকশাযোগে নিয়ে এসে আদালতের প্রধান ফটকের সামনে ফেলে রেখে যাওয়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানিয়েছেন, আদালত এলাকায় এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।