দর্শনার হরিশপুর-সরাবাড়িয়া সড়কে ছিনতাই ঘটেছে। মোটরসাইকেলের গতি রোধ করে এক নবদম্পতির কাছ থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। তাদের দায়ের কোপে আহত হয়েছেন স্বামী সাগর আলী। রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সাগর ও তাঁর স্ত্রী সাফিয়া খাতুন দর্শনার শ্যামপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সরাবাড়িয়া সড়কের প্রতিবন্ধী স্কুলের কাছে পৌঁছালে পাঁচ-ছয় জনের একদল ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাঁদের গতি রোধ করে। তারা দা দিয়ে কুপিয়ে আহত করে সাগর আলীকে এবং সাফিয়ার সঙ্গে থাকা লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। সাগর ও সাফিয়ার চিৎকারে ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় (ঝিনাইদহ হ ১১-০১৭৮)। গ্রামবাসী এসে সাগরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, সাগরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর ঘাড়ের নিচে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত।
দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমির বলেন, জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।