ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের মো. রাসেল মিয়া জীবনের সুখ-স্বাচ্ছন্দ্যের সন্ধানে পৈতৃকভিটা বিক্রি করে ছুটেছিলেন অজানা গন্তব্যে। পরিবারকে সচ্ছলতার আলো দেখানোর স্বপ্ন নিয়ে ২০২৪ সালে পাড়ি জমান লিবিয়া। কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে যে নিষ্ঠুর ফাঁদ অপেক্ষা করছিল, তা তিনি কল্পনাও করতে পারেননি। অবশেষে মাফিয়া চক্রের নির্মম নির্যাতনের শিকার হয়ে নিভে গেল এক তরুণ প্রাণ। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম। রাসেল উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামের লাউস মিয়া-আউলিয়া বেগম দম্পতির বড় ছেলে। পরিবারের দাবি, ২১ ফেব্রুয়ারি লিবিয়ায় মাফিয়া চক্রের লোকজন বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে রাসেলকে হত্যা করে। ২২ ফেব্রুয়ারি এক প্রবাসীর মাধ্যমে মৃত্যুর সংবাদ জানতে পারে পরিবার। পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ ভাইবোনের মধ্যে রাসেল বড়। ২০২৪ সালের প্রথম দিকে পরিবারের শেষ সম্বল পৈতৃকভিটা বিক্রি করে ১৫ লাখ টাকা তুলে দেন একই গ্রামের মানব পাচারকারী লিলু মিয়ার হাতে। কথা ছিল লিবিয়া থেকে ইতালি পাঠানো হবে। কিন্তু বিদেশের মাটিতে পৌঁছে তাঁর কপালে জোটে ভয়ংকর অভিজ্ঞতা। তাঁকে ১০ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয় লিবিয়ার একটি স্থানীয় দালাল চক্রের হাতে। মাফিয়া চক্র রাসেলকে নির্যাতন করে একাধিকবার ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় ৩০ লাখ টাকা। সবশেষ আরও ১০ লাখ টাকা দাবি করে চক্রটি। কিন্তু টাকা না দেওয়ায় ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। নিহতের বাবা লাউস মিয়া বলেন, ‘আমার জীবনের শেষ সম্বল বসতভিটা ও ফসলি জমি বিক্রি কইরা কয়েক ধাপে ৫০ লাখ টাকা দিছি। আরও টাকা চাইত। কিন্তু পরে টাকা দিতে না পারায় আমার ছেলেরে হত্যা করছে দালাল লিলু মিয়া ও মাফিয়া চক্র।’ দালাল লিলু মিয়া পরিবার-পরিজন নিয়ে পলাতক আছে। তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ। ধরম ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম বলেন, ‘রাসেলকে বাঁচাতে তাঁর পরিবার প্রায় ৫০ লাখ টাকা দিয়েছে। কিন্তু টাকা দিয়েও বাঁচাতে পারেনি। জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাসরিন বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। যারা মানব পাচারে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।’
শিরোনাম
- আইপিএলে ডাক পেলেন জিম্বাবুয়ের মুজারাবানি
- ডিজিটাল জরিপ ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে আনবে: মহাপরিচালক
- দিনাজপুরে কালবৈশাখীতে ঘরবাড়ী ও ফসলের ক্ষতি
- বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামির আপিল
- ভির্টজকে না পেলে বার্সার দানি ওলমোকে চায় ম্যানসিটি
- লুটপাটের অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ছেঁড়া পোশাক পরে কানের মঞ্চে, সমালোচনায় উর্বশী রাউতেলা
- বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার
- লালমনিরহাটে গৃহবধূ হাসিনা হত্যা মামলায় ছেলে গ্রেফতার
- পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় গ্রেফতার ২
- সমর্থকদের আন্দোলন নিয়ে যা বললেন ইশরাক
- বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা খুললো মিরাজের
- গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান
- পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি : নজরুল ইসলাম খান
- কুয়েতে জমকালো আয়োজনে স্বাধীনতা কাপ ও সাংস্কৃতিক সন্ধ্যা
- অবৈধ ভাসমান দোকান উচ্ছেদে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেফতার ১০
- ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ
- লুটেরাদের জব্দ টাকা ব্যবস্থাপনায় আলাদা তহবিল হচ্ছে : গভর্নর
- সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় শাকিলের
বিদেশযাত্রায় স্বপ্নভঙ্গ
ইতালি যাওয়ার পথে হত্যা জমি বিক্রির টাকায়ও প্রাণ রক্ষা হলো না
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর