অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের অভিযানের পর অবৈধরা যাতে কোনো ধরনের সরকারি সুযোগসুবিধা না পায় সে ধরনের একটি নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ১৯ ফেব্রুয়ারি ফ্লোরিডা থেকে হোয়াইট হাউসে ফেরার সময় এয়ারফোর্স-ওয়ানে স্বাক্ষরিত ট্রাম্পের এই নির্দেশে স্যাঙ্কচ্যুয়ারি সিটির সুবিধা বন্ধের কথা বলা হয়েছে। আদেশ অনুযায়ী ট্যাক্স প্রদানকারীদের অর্থ অবৈধরা ভোগ করতে সক্ষম হবেন না।
প্রসঙ্গত, অবৈধদের ঔরসে জন্ম নেওয়া সিটিজেন শিশু-কিশোররা ফেডারেল সরকার প্রদত্ত সব সুযোগসুবিধা পাচ্ছে। চিকিৎসা সুবিধাও অবারিত। ট্যাক্স রিটার্নের পর অন্যদের মতো ওইসব শিশু-কিশোরের জন্যেও ফেডারেল ভর্তুকির চেক ইস্যু হচ্ছে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বস্টন, ফিলাডেলফিয়া, শিকাগো, সানদিয়েগো, সানফ্রান্সিসকো, সিয়াটল সিটি এবং ক্যালিফোর্নিয়া, কলরাডো, ইলিনয়, ম্যাসেচুসেটস, নিউ মেক্সিকো, ওরেগণ এবং ভারমন্ট স্টেট-কে স্যাঙ্কচ্যুয়ারি স্টেট হিসেবে তালিকাভুক্ত করায় এসব স্থানে অবৈধদের ধরপাকড়ের কোনো সুযোগ নেই। এমনকি, সিটিজেন/গ্রিনকার্ডধারীদের মতো অবৈধরাও নানা সুবিধা পাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষালাভ এবং হাসপাতালে বিনা ফি-তে চিকিৎসা সুবিধা পাচ্ছেন অবৈধরা।